ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভুয়া ম্যারেজ মিডিয়ার ৭ প্রতারক গ্রেফতার

স্টাফ করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
ভুয়া ম্যারেজ মিডিয়ার ৭ প্রতারক গ্রেফতার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গুলশানের নিকেতন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ম্যারেজ মিডিয়ার ৭ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
 
রোববার (জানুয়ারি ১১) দুপুরে ঢাকা মেট্রাপলিটন পুলিশের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ( এডিসি) সাইদুর রহমান  জানান, শনিবার নিকেতন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

      
 
গ্রেফতারকৃতরা হলেন, আরিফুর রহমান ওরফে বাদল, মাসুদ বিল্লাহ ওরফে হাসান, জাহাঙ্গীর হোসেন, রাহাত হোসেন, হাসানুজ্জামান খান ওরফে সোহাগ, ছালমা আক্তার ও মিতু মিস্ত্রী।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভুয়া ম্যারেজ মিডিয়ার ম‍ূল হোতাসহ বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয় বলেও জানান এডিসি সাইদুর।
 
চক্রটি সুন্দরী নারীদের পাত্রী সাজিয়ে অস্ট্রেলিয়া, লন্ডন, ইংল্যান্ড ও আমেরিকান প্রবাসী বলে মানুষের সঙ্গে প্রতারণা করতো। তারা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে অফিস খুলে প্রতারণার এ ব্যবসা চালিয়ে যাচ্ছিলো বলেও জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।