ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে ঝুটপট্টিতে ভয়াবহ আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
মিরপুরে ঝুটপট্টিতে ভয়াবহ আগুন ছবি : জিএম মুজিবুর/ ভিডিও শেখ জাহাঙ্গীর আলম/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছে।

সেই সঙ্গে যোগ দিয়েছেন স্থানীরাও।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বাংলানিউজকে জানানো হয়, দুপুর পৌনে ২টার দিকে স্থানীয় লোকজন আগুন লাগার খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ওইখানে পৌঁছায়, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।

অগ্নিকাণ্ডের উৎপত্তির কারণ জানা যায়নি। তবে ঝুটপট্টির নিরাপত্তাকর্মী মুজিবুর রহমান বাংলানিউজকে জানিয়েছেন, ঝুটপট্টির পশ্চিম দিক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিরাপত্তাকর্মী মুজিবুর রহমান বাংলানিউজকে আরও বলেন, ওইখানে ২০০টির ওপরে দোকান রয়েছে। এরমধ্যে ১২০টি দোকান এখন পর্যন্ত সম্পূর্ণ পুড়ে গেছে। আর আগুনের সূত্রপাত হয়েছে পশ্চিম দিক থেকে।

তিনি বলেন, দুপুরের সময় হওয়ায় সবাই দোকান বন্ধ করে, খাবার খেতে ওই পশ্চিম দিকেই যায়। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ওই দিকে যেতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৫, আপডেট ১৫২৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।