ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রিয়াজ রহমান আশঙ্কামুক্ত

সিনিয়র ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রিয়াজ রহমান আশঙ্কামুক্ত ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর দুইটার দিকে রিয়াজের চিকিৎসায় গঠিত ইউনাইটেড হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা এ তথ্য জানান।



দুপুর দুইটার দিকে বোর্ডের পক্ষ থেকে রিয়াজ রহমানের শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন ইউনাইটেড হাসপাতালের ক্লিনিক্যাল অপারেশন ডিরেক্টর ডা. দবির উদ্দিন আহমেদ।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, এই ম‍ুহূর্তে মেডিকেলের ভাষায় অথবা প্রাথমিকভাবে বলা যেতে পারে রিয়াজ রহমান আশঙ্কামুক্ত।

ডা. দবির উদ্দিন বলেন, সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্টে রিয়াজ রহমানের শরীরে কোনো মেটালিক অবজেক্ট পাওয়া যায়নি। তবে সফট টিস্যু ও নার্ভ টিস্যুতে ইনজুরি দেখা গেছে। এছাড়া তার বা পায়ের অনুভূতি কম এবং বাম গোড়ালি ফুলে গেছে। এজন্য বাম গোড়ালি নাড়াতে পারছেন না তিনি।

রিয়াজ রহমানের শরীরে কোনো গুলি পাওয়া গেছে কিনা- এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেন, শরীরের চারটি জায়গায় ক্ষত আছে।

তবে গুলির বিষয়ে নিশ্চিত করে কিছু বলেন নি ডা. দবির উদ্দিন।

রিয়াজ রহমানের ক্ষত প্রসঙ্গে তিনি জানান, পেছনে বামদিকে ও বাম হাটুর নিচে দুইটি করে ক্ষত ছিল। ক্ষত দুটি কিছুটা পোড়া ও কালো হয়ে আছে। বাম হাটুতে কিছুটা ক্ষত ছিল।

মেডিকেল বোর্ডের এ সদস্য জানান, সকালে অর্থপেডিকস কনসালট্যান্টের নেতৃত্বে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডের সদস্য হিসাবে ছিলেন, অর্থপেডিকস কনসালটেন্ট ডা. আমিনুল হাসান, জেনারেল সার্জারি কনসালট্যান্ট লে. জে. ডা. এ কে এম জাফরুল্লাহ সিদ্দিক (অব.), নিউরো মেডিসিন কনসালট্যান্ট প্রফেসর ডা. মাহবুবুর রহমান, ডায়েবেটিকস কনসালট্যান্ট ডা. নাজমুল ইসলাম, মেডিসিন কনসালট্যান্ট ডা. ইকবাল হোসেন এবং এনেসথেসিয়া কনসালট্যান্ট প্রফেসর ডা. শহিদুল্লাহ।

এর আগে রিয়াজ রহমানের শঙ্কা এখনও কাটেনি বলে বাংলানিউজকে জানিয়েছেন তার ছোটভাই ডা. ওমর রহমান। এসময় রিয়াজ রহমানের মেয়ে আমেনা রহমানও উপস্থিত ছিলেন।

হাসপাতালে রিয়াজ রহমানকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. (অব.) মাহবুবুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আমীন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।  
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে ফেরার পথে ৪৩ নম্বর সড়কে গুলিবিদ্ধ হন তার উপদেষ্টা রিয়াজ রহমান। এ সময় তার গাড়িতে আগুনও দেওয়া হয়।

পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

৩ জানুয়ারি থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া অবরুদ্ধে হয়ে আছেন বলে দাবি করছে বিএনপি।

৫ জানুয়ারি কর্মসূচি পালনে বাধা ও খালেদাকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ওই দিনই অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেন খালেদা। এরপর থেকেই তিনি গুলশানের ৮৬ নম্বর সড়কের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন খালেদা। সেখানে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রিয়াজ রহমান।

এদিকে রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সারাদেশে ২৪ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোট।

পরে তা ১২ঘণ্টা কমিয়ে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনের সিদ্ধান্ত দেয় সিরকার বিরোধী এ জোট।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫, আপডেট: ১৭০৫ ঘণ্টা

** রিয়াজ রহমানের সঙ্গে কথা বলবে সিআইডি
** রিয়াজ রহমানের সঙ্গে কথা বলবে সিআইডি
** রিয়াজ রহমানের উপর হামলার স্থানে সিআইডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।