ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবরোধেও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বনভোজন

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
অবরোধেও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বনভোজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া(ঢাকা): ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ উপেক্ষা করে সাভারে কয়েক হাজার পোশাক শ্রমিক নিয়ে বনভোজন করেছে আশুলিয়ার নিউ এইজ গার্মেন্টস কর্তৃপক্ষ।

শুক্রবার(২৩ জানুয়ারি) সকাল থেকে আশুলিয়ার নিশিচন্তপুরে ওই পোশাক কারখানার মাঠে এ বনভোজন অনুষ্ঠিত হয়।



বনভোজনে ওই পোশাক কারখানার সাত হাজার শ্রমিক ও তাদের সন্তানরা অংশ নেন।

সকাল থেকে শ্রমিকরা কারখানার মাঠে নেচে গেয়ে বনভোজন উপভোগ করেন। বনভোজনে খাবারের তালিকায় ছিলো তেহারি, কাচ্চি বিরিয়ানি ও কোমলপানীয়।

এরপর বিকেলে অনুষ্ঠিত হয় কনসার্ট। কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী পলাশ, চ্যানেল আই সেরা কণ্ঠের চ্যাম্পিয়ন ঝিলিক ও কোনাল।

এসময় শ্রমিকদের সঙ্গে বনভোজনে উপস্থিত ছিলেন, কারখানার জেনারেল ম্যানেজার বিগ্রেডিয়ার (অ.) হাছান মাহামুদ, জিএম (প্রোডাকশন) আজিজ ও মার্চেন্ডাইজিং ম্যানেজার জাফর আহমেদসহ ঊধ্বর্তন কর্মকর্তারা।

নিউ এইজ গার্মেন্টস কর্তৃপক্ষ জানায়, শীতের সময়ে শ্রমিকদের বাড়তি আনন্দ দেওয়ার জন্যই এই বনভোজনের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।