ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় আহত ইজিবাইক চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
খুলনায় আহত ইজিবাইক চালকের মৃত্যু

খুলনা: খুলনায় সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুবিলী জুট মিল শ্রমিক ও ইজিবাইক চালক দীপু (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান  বাংলানিউজকে বলেন, শুক্রবার (০৯ জানুয়ারি) দিবাগত রাতে দীপুকে পূর্ব শত্রুতার জের ধরে খালিশপুরের সন্ত্রাসী ছোট্ট, তার ভাই মিন্টু ও আল আমিনসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।   

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, দীপুর মেরুদন্ডসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরনের কারণে তিনি মারা যান।

লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।