ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যথাযোগ্য মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

কান্ট্রি ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
যথাযোগ্য মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে।

বাংলানিউজের ডিস্ট্রিক্ট, উপজেলা ও বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

বরিশাল: সকাল ১০টায় শহীদ সোহেল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে বরিশাল-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি’র নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।



এর পরপরই বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পন করেন মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। সকাল থেকেই দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্মবোধন গান বাজানো হয়েছে।

নওগাঁ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।

শনিবার দুপুরে শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।

সভায় বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা কাজী রেজাউল ইসলাম, শাকিল আহমেদ বাদল, ইলিয়াস তুহিন রেজা, জালাল হোসেন, জহুরুল সিদ্দিকী, শাহনাজ মালেক প্রমূখ।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা জাতির জনকের জীবনী ও বর্ণাঢ্য রাজনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এর আগে সকালে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

বাকৃবি (ময়মনসিংহ): স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে অবস্থিত শাখা ছাত্রলীগের কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করে নেতাকর্মীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়’৭১ এর পাদদেশে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ছাত্রলীগের ওই আনন্দ মিছিলে বিভিন্ন পর্যায়ের প্রায় ৪ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদ্দুজামান খাঁন বাবু, সহ-সভাপতি বিজয় বর্মণ, ওয়াহাব রিন্টু, ফারুখ হোসেন, ওবায়দুল ইসলাম অপু, শাহিন আহমেদ, রিয়াদ ও বাপ্পী প্রমুখ।

ঢাকা সাউথ: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিছিল ও পথসভা করেছে ছাত্রলীগ।

শনিবার দুপুরে দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শোভন শিকদার ও সাধারণ সম্পাদক নাহিদুল আলম নাহিদের উদ্যোগে ছাত্রলীগ একটি মিছিল বের করে। মিছিলটি কলেজ চত্বর থেকে বের হয়ে উপজেলা চত্বর ঘুরে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে তারা পথসভা করেন। এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল আহম্মেদসহ কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
ফেনী: ফেনীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ।

দুপুরে ফেনী পৌরসভা চত্বর থেকে একটি মিছিল শুরু হয়। ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে মিছিলটি শহরের জেল রোডস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এসে পুষ্পস্তবক অর্পণ করে।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, আওয়ামী লীগ নেতা আবদুল করিম, হারুন-উর রশিদ মজুমদার, বাহার উদ্দিন বাহার, ফেনী জেলা যুবলীগের আহ্বায়ক বাবু শুসেন চন্দ্রশীল প্রমুখ।
 
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সমাবেশের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। দুপুরে শহরের মাদাম এলাকায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা নুরুল হুদা পাটোয়ারী, নুর নবী চৌধুরী, রুহুল আমীন মাষ্টার, মেজবাহ উদ্দিন মেজু, ফটিক চক্রবর্তী, রাসেল মাহমুদ মান্না, হিজবুল বাহার রানা, ছাত্রলীগ নেতা চৌধুরী মাহমুন্নবী সোহেল, আশরাফুল আলম প্রমুখ।

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শরিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চৌমুহনীর পাবলিক হল চত্বরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে পাবলিক হল গেইট থেকে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরনের নেতৃত্বে একটি মিছিল বের হয়।

বঙ্গবন্ধু স্মরণে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা অংশগ্রহণে বিভিন্ন শ্লোগানে মিছিলটি বাজারের প্রধান প্রধান প্রদক্ষিণ করে।

এর আগে অনুষ্ঠিত সমাবেশে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক টিপু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, জেলা পরিষদ প্রশাসক ডা. এবিএম জাফর উল্যাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ভিপি মোহাম্মদ উল্লা ও পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন ফয়সল প্রমুখ।
 
পবিপ্রবি: নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে পবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর একডেমিক ভবনের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা পাদদেশে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখেন- শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন, সিনিয়র সহ-সভাপতি শুভ সাহা, সহ-সভপতি প্রতাপ চন্দ্র রায় নিলয়, মুস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মিল্টন, আসাদুজ্জামান সাকিব, রাকিবুল ইসলাম রাকিব, তানবীর হাসান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক কেএম মেহেদী হাসান প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মানিক দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শাইখ হাসান টুটুল, ধর্ম বিষয়ক সম্পাদক আশিকুল হক, প্রচার সম্পাদক পীযুস কান্তি বিশ্বাস, দপ্তর সম্পাদক আনম শফিউল্লাহ অভি, শের-ই-বাংলা(১)হল সভাপতি মাইনুদ্দিন রিফাতসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতা-কর্মীরা।

পিরোজপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে র‌্যালি ও পথসভা করেছে জেলা আওয়ামী লীগ।

এ উপলক্ষে সকালে পিরোজপুর টাউনক্লাব মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবে এসে শেষ হয়। পরে স্বাধীনতা মঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ এ কে এম এ আউয়াল।

শোভাযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হাকিম হাওলাদার, সদর উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেক, মতিউর রহমান সরদার, আলাউদ্দিন খান, জাহাঙ্গির হোসেন নান্না, জিয়াউল আহসান গাজী  প্রমুখ।

চাঁদপুর: চাঁদপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে। বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, সহ-সভাপতি ওসমান গণি পাটওয়ারী, ইউসুফ গাজী, সাধার সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী প্রমুখ।

গোপালগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে এ বিশাল মেজবানের আয়োজন  করেছে চট্টগ্রামের বাউজান উপজেলাবাসী।

চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এ.বি.এম. ফজলে করিম চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান চলছে। মেজবানে ৫০ হাজার লোকের খাবার ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজকরা জানান।    

এর আগে আয়োজকদের সঙ্গে নিয়ে সড়ক পরিহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তারা বিশেষ মোনাজাত করেন।

এদিন সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় খতমে কোরআন ও মিলাদ মাহফিল। এ সব অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন। সকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সংসদ সদস্য এ.বি.এম. ফজলে করিম চৌধুরী, রাউজানের উপজেলা চেয়ারম্যান এ কে এম এহসানুল হক হায়দার চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বশার খায়ের, টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র সরদার ইলিয়াস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।