ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে দোকানপাট ভাঙচুর

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
সাভারে দোকানপাট ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে হামলা চালিয়ে কয়েকটি দোকানপাট ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সাভার পৌরসভার কাতলাপুর এলাকার আমতলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা অভিযোগ করেন, শনিবার সকালে স্থানীয় প্রভাবশালী ও সন্ত্রাসীরা রাজধানীতে বসবাসকারী মো. আব্দুল ওহাবের দখলে থাকা ৪ শতাংশ জমির ওপর দোকানে ভাঙচুর চাল‍ানো হয়।

এ সময় এসব দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে দাবি করেন ভুক্তভোগীরা।

জমির মালিক আব্দুল ওহাব অভিযোগ করেন, বেশ কয়েক বছর ধরেই জমিটিতে আমি ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছি।   সকালে হঠাৎ করে দোকানগুলোতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। এ সময় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

এদিকে কাশেম ও জলিল নামে দুই ব্যক্তি অভিযোগ করেন, বেশ কয়েক দিন ধরেই স্থানীয় প্রভাবশালীরা সন্ত্রাসী দিয়ে জমিটি দখলের চেষ্টা করছিল। এ নিয়ে গত বছরের ১৭ নভেম্বর জমির মালিক মো. ওহাব বাদী হয়ে যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে একটি মামলা (দেওয়ানি মোকদ্দমা নং-৮৪৫/১৪ই) করেন।

জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোতালেব মিয়া এই প্রতিবেদককে বলেন, দোকানপাট ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।