ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাঈদী ফাউন্ডেশনের বাগান থেকে ৮ ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
সাঈদী ফাউন্ডেশনের বাগান থেকে ৮ ককটেল উদ্ধার ছবি : ফাইল ফটো

পিরোজপুর: পিরোজপুরে পুলিশ অভিযান চালিয়ে সাঈদী ফাউন্ডেশনের মাদ্রাসার পেছনের বাগান থেকে ৮ তাজা ককটেল উদ্ধার করেছে।

শনিবার সন্ধ্যার পর শহরের বাইপাস সড়কের পাশে সাঈদী ফাউন্ডেশনে এ অভিযান চালায়।



পরে সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন তার কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

এসপি জানান, দুপুরে পিরোজপুরের ভাইজোড়া থেকে পুলিশ ৩টি পেট্রল বোমাসহ শিবিরের ৩ কর্মীকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সাঈদী ফাউন্ডেশনের মাদ্রাসার পেছনের বাগান থেকে ৮ তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।