ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অটোবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
অটোবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়: অসুস্থ শ্বশুরকে হাসপাতালে নেওয়ার পথে অটোবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারিয়েছেন ফিরোজা বেগম (৩৪) নামে এক গৃহবধূ।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা সদরের পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে পঞ্চগড় আধুনিক সদর হাসপতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার সদর উপজেলার টুনিরহাট সরকারপাড়া গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী ফিরোজা বেগম তার অসুস্থ শ্বশুর মোসলেম উদ্দিনকে (৬৫) চিকিৎসার জন্য অটোবাইকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন।

এ সময় সদর হাসপাতালের কাছাকাছি পৌঁছালে হঠাৎ অটোবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তার ওপর পড়ে যান ফিরোজা বেগম। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে হার্নিয়ায় আক্রান্ত শ্বশুর মোসলেম উদ্দিন(৬৫) হাসপাতালে ভর্তি না হয়েই পুত্রবধূর লাশ নিয়ে বাড়ি ফিরেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই গৃহবধূর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।