ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দক্ষিণ কেরাণীগঞ্জে মুণ্ডুহীন ৫ খণ্ড লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
দক্ষিণ কেরাণীগঞ্জে মুণ্ডুহীন ৫ খণ্ড লাশ ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অজ্ঞাতপরিচয় (২৬) এক ‍যুবকের মুণ্ডুহীন পাঁচ খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানার স্বপ্নধারা মডেল টাউন এলাকার চুনকুঠিয়া সমবায় সমিতি সংলগ্ন কাঁশবন থেকে এ লাশ উদ্ধার করা হয়।



এ খবরের সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আশরাফ আলী।

তিনি বলেন, আনুমানিক ২৬ বছর বয়সী ওই যুবকের মস্তক ছাড়া পাঁচ খণ্ড লাশ উদ্ধার করা হয়েছে।

এসআই জানান, লাশের খণ্ডগুলো দেখে মনে হচ্ছে ওই যুবককে দুই-তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতালে) পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।