ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় রোববার শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
বগুড়ায় রোববার শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রকল্পের উদ্যোগে সরকারি রুপকল্প-২০২১ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার লক্ষ্যে শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫।

রোববার (১১ জানুয়ারি) থেকে বগুড়া জিলা স্কুল মাঠে তিন দিনব্যাপী এ মেলা শুরু হচ্ছে।

বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন বগুড়ার জেলা প্রশাসক মো: শফিকুর রেজা বিশ্বাস।

শনিবার(১০ জানুয়ারি) বিকেলে সোয়া ৪টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা তথ্য অফিস।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো: শফিকুর রেজা বিশ্বাস জেলায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপের বর্ণনা করে বলেন, অনলাইনের ব্যবহার না করলে পিছিয়ে পড়তে হবে। পৃথিবী এগিয়ে গেছে, বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। বরং অনেক ক্ষেত্রে পৃথিবীর অনেক দেশের চেয়ে তুলনামূলকভাবে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে রয়েছে। প্রক্রিয়াধীন বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পন্ন হলে দেশে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তির উন্নয়ন হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: খোরশেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, সহকারী পুলিশ সুপার(সদর) গাজিউর রহমান, জেলা সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান, ডেপুটি নেজারত কালেক্টর(এনডিসি) প্রত্যয় হাসানসহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মেলায় ৪৫টিরও বেশি স্টল থাকবে। প্রতিদিন মেলা চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এছাড়া সোমবার (১২ জানুয়ারি) ৩টি বিভাগে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।     

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, জানুয়ারি  ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।