ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোববার সিসিক মেয়রের চেয়ারে বসছেন লোদী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
রোববার সিসিক মেয়রের চেয়ারে বসছেন লোদী

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়রের চেয়ারে বসছেন প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী। রোববার (১১ জানুয়ারি) সকালে তিনি সিসিক কার্যালয়ে এ চেয়ারে বসবেন।



মূলত এদিন থেকেই তার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু হবে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, দায়িত্ব হস্তান্তরের কোনো আনুষ্ঠানিকতা নেই। চিঠি পেয়েছি। রোববার থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে কাজ করে যাবো।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হাবিব বাংলানিউজকে বলেন, কয়েছ লোদী যেদিন থেকে চাইবেন, তিনি সেদিন থেকেই দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন। কারণ দায়িত্ব হস্তান্তরের কোনো আনুষ্ঠানিকতা নেই।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।