ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নড়াইলে ঢাকাগামী যাত্রীবাহী বাসে আগুন, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
নড়াইলে ঢাকাগামী যাত্রীবাহী বাসে আগুন, আহত ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: নড়াইল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ঈগল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই বাসে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।



শনিবার (১০ জানুয়ারি) রাতে শহরের রূপগঞ্জ বাজার বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকাগামী ঈগল পরিবহনের একটি নৈশ কোচ নড়াইল শহর থেকে ছেড়ে শহরের রূপগঞ্জ বাজার পার করে হাতির বাগান এলাকায় আসলে একদল দুর্বৃত্ত ওই যাত্রীবাহী বাসে বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে সঙ্গে সঙ্গে বাসে আগুন লেগে যায়। এ সময় বাসে অন্তত ২০ জন যাত্রী ছিলেন।

অগ্নিসংযোগে যাত্রীদের মধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

এদিকে, স্থানীয়রা বাসটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫


** আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন
** রাজধানীতে ২টি বাসে আগুন দিলো ছাত্রদল
** জয়পুরহাটে বাসে ও ট্রাকে আগুন
** সিলেটে পাথরবোঝাই ট্রাকে আগুন
** কুমিল্লার বরুড়ায় ট্রাকে অগ্নিসংযোগ
** কালিহাতীতে চালের ট্রাকে আগুন, আহত ২
** বগুড়ার শেরপুরে ২টি আলুবোঝাই ট্রাকে আগুন
** রাজধানীর কালশীতে পেট্রোল বোমা, আহত ১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।