ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে বাসে ও ট্রাকে আগুন

শাহিদুল ইসলাম সবুজ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
জয়পুরহাটে বাসে ও ট্রাকে আগুন

জয়পুরহাট: জয়পুরহাটে পৃথক দুটি বাসে ও ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এরমধ্যে, শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে তারা।



শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট শহরের আরবি সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের প্রধান সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় অবস্থায় এ ঘটনা ঘটে।

এর প্রায় আধা ঘণ্টা পর রাত ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কের কোমরগ্রাম-বানিয়াপাড়ায় পুলিশ বক্স সংলগ্ন এলাকায় রড বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

বাংলানিউজকে পৃথক দুটি নাশকতার সত্যতা নিশ্চিত করেছেন, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার ও ওসি (ডিবি) মাহফুজার রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুরের হিলি থেকে শ্যামলী পরিবহন বাসটি জয়পুরহাটে মেরামত কাজ শেষে আরবি সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় রাখা হয়। সেখানেই দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দিলে বাসের প্রায় সব ক’টি আসন (সিট) পুড়ে যায়।

পরে খবর পেয়ে ফয়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।

অপরদিকে, আধা ঘণ্টা পরে মহাসড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করে ৭/৮জনের একটি মুখোশধারী দল ট্রাকে পেট্রোল বোমা মেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলেও পানির অভাবে গাড়িটি পুড়তে থাকে। পরে আবারও পানি ভর্তি গাড়ি নিয়ে এসে আগুন নেভায় ফায়ার সার্ভিস কর্মীরা।

ট্রাক চালক আফসার হোসেন বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে জয়পুরহাটের উদ্দেশে আসা গাড়ির কেবিনে নগদ ৮০ হাজার টাকাও ছিল, যা আগুনে ভস্মিভূত হয়েছে।

পৃথক দুটি ঘটনার বিষয়ে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) আবু কালাম সিদ্দিক বাংলানিউজকে জানান, ট্রাক চালক পুলিশের সতর্কতা অমান্য করে ট্রাক নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। অপরদিকে বাসে আগুনের ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে, যা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।