ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আ.লীগের সমাবেশস্থল থেকে অস্ত্র ও পেট্রোল বোমাসহ আটক ৪

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
আ.লীগের সমাবেশস্থল থেকে অস্ত্র ও পেট্রোল বোমাসহ আটক ৪ ছবি: রাজীব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশস্থল ও এর আশাপাশ থেকে অস্ত্র ও পেট্রোল বোমাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে তাদের আটক করা হয়।



আটক চারজনের দু’জন হলেন জসীম (২৫) ও আবু সায়েম শাহীন (৩৩)। তাদের কাছ থেকে ৩৯ রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। শাহীন আওয়ামী লীগের প্রচার যুগ্ম সম্পাদক। পিস্তলটি তার লাইসেন্স করা। জসীম তার দেহরক্ষী।

এছাড়া জাহাঙ্গীর আলম (৩৫) নামে আরেকজনকে একটি পেট্রোল বোমাসহ সমাবেশের প্রবেশমুখ রমনা কালী মন্দির গেট থেকে আটক করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে বিকেল সোয়া ৪টার দিকে টিএসসি মোড় থেকে ১টি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ আনোয়ার হোসেন নামে মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতিকে আটক করে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানানা, টিএসসি মোড় থেকে আনোয়ার হোসেনকে পিস্তলসহ আটক করা হয়েছে। তার পিস্তলটি লাইসেন্স করা বলেও জানান এসআই।
 
এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হিলালী কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫/আপডেট: ১৬৪৭ ঘণ্টা

** আ’লীগের সমাবেশ শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।