ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টুঙ্গীপাড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
টুঙ্গীপাড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ট্রাকচাপায় রাজু মণ্ডল (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।  

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে টুঙ্গীপাড়া-কোটালীপাড়া সড়কের ননী-গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



রাজু মণ্ডল টুঙ্গীপাড়া উপজেলার চাপরাইল গ্রামের দিপক মণ্ডলের ছেলে ও উপজেলার গোপালপুর পঞ্চপল্লী স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান,  রাজু মণ্ডল বাই-সাইকেলে বাড়ি ফিরছিল। এ সময় রাস্তার নির্মাণ কাজে নিয়োজিত একটি ট্রাক বাই-সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।