ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারাগারে

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশ অ্যাসল্ট মামলায় সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন প্রেম সাগর।

এসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলফিকার আলী জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মৌলভীবাজার কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জীবন কৃষ্ণ দে বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ১৮ নভেম্বর মঙ্গলবার রাতে ভাড়াউড়া চা বাগান এলাকায় পুলিশ আসামি ধরতে গেলে প্রেম সাগর হাজরা পুলিশের কাছ থেকে আসমি ছিনিয়ে নিয়ে যান। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।