ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শহীদ মিনারের সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
শহীদ মিনারের সামনে ককটেল বিস্ফোরণ ছবি : প্রতীকী

ঢাকা: কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় শহীদ মিনারের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ঘুরতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাদভী বাংলানিউজকে জানান, শহীদ মিনারের সামনের সড়কে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটতে দেখা যায়। তবে কে বা কারা বিস্ফোরণটি ঘটিয়েছে তা বোঝা যায়নি।

ঘটনার পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই শহীদ মিনার এলাকা ছেড়ে চলে যেতে থাকেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে কোনো পুলিশ এসে পৌঁছায়নি।
এদিকে শহীদ মিনারের অদূরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।