ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় দিনে-দুপুরে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
খুলনায় দিনে-দুপুরে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় দিনে-দুপুরে বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়।



সোমবার (১২ জানুয়ারি)  দুপুরের কোনো এক সময় নগরীর ইকবালনগর হাজী মেহের আলী রোডের ১নং বাড়ির চারতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদুল ইসলাম মুন্না ও তার স্ত্রী মুসলিমা ফেরদৌসী চাকরির সূত্রে সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে যান। দুপুর ১২টার দিকে তাদের প্রতিবেশি চুরির ঘটনা জানান। নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা।  

ঘটনার পর সদর থানার উপপরিদর্শক (এস আই) জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তিনি বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওড়না ও প্যাকেট ভর্তি কিছু চাল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ভিক্ষুক সেজে এ চুরি ঘটন‍া ঘটেছে।

উল্লেখ্য ব্যবসায়ী জাহিদুল ইসলাম মুন্না ওই বাড়িতে প্রায় ১০ বছর ধরে ভাড়ায় বসবাস করেন।

বাংলাদেশ সময় : ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।