ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বড় ভাইকে হত্যার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
কুড়িগ্রামে বড় ভাইকে হত্যার ঘটনায় মামলা

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামে ছোট ভাইয়ের হাতে ফজর আলী (২৫) নামে এক বড় ভাই খুন হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি)দুপুর ১২টার দিকে নিহতের চাচা মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাদী হয়ে ৩ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।



মামলার এজাহারে জানা যায়, ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের ফজর আলী রোববার (১১ জানুয়ারি) সকালে বাড়ি থেকে চাচার বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তার ছোট ভাই নুর হোসেন, মা ফাতেমা বেগম এবং সহযোগী মজির উদ্দিন এলোপাতাড়ি মারপিট করেন তাকে।

এতে ফজর আলী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ৮টার দিকে ফজর আলীর মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রুহানী পিপি এম জানান, সোমবার সদর থানায় মামলা দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিদের ধরার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।