ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় জেলি লিচু খেয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
কোটালীপাড়ায় জেলি লিচু খেয়ে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শংকর হালদার নামে ৫ বছরের এক শিশু জেলি লিচু খেয়ে মারা গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

সোমবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

সে কোটালীপাড়া উপজেলার আমবাড়ি গ্রামের সুশান্ত হালদারের ছেলে।

শিশু শংকরের বাবা সুশান্ত হালদার বাংলানিউজকে জানান, সকাল ৮টার দিকে তার ছেলে বাড়ির পাশের অমৃত রত্নের মুদি দোকান থেকে একটি চিপস কেনে। এ সময় দোকানদার তাকে একটি লটারির কুপন দেয়। এতে সে একটি ফ্রি জেলি লিচু পায়। লিচুটি খাওয়ার পরই সে অসুস্থ হয়ে পড়ে।

পরে বেলা ১১ টার দিকে শংকরকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রেমানন্দ মন্ডল জানান, ধারণা করা হচ্ছে শিশুটির শ্বাসনালীতে জেলি লিচু আটকে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মৃতদেহ  ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।