ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে ভর্তি ৮ নারী পুলিশ সহ ১৬ জনকে প্রধানমন্ত্রীর অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
ঢামেকে ভর্তি ৮ নারী পুলিশ সহ ১৬ জনকে প্রধানমন্ত্রীর অনুদান

ঢাকা: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে (ঢামেকে) ভর্তি পুলিশের আট নারী কনস্টেবল ও অবরোধে দেশের বিভিন্ন স্থানে নাশকতার শিকার হয়ে ঢামেকে ভর্তি ৮ জনকে প্রধানমন্ত্রীর অনুদান হিসেবে দশ ‍হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

সোমবার (১২ জনুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার আলি ঢামেক হাসপাতালে এসে আহতদের প্রত্যেকের হাতে দশ হাজার টাকা তুলে দেন।



এর আগেও আরও ছয়জনকে দেয়া হয়েছিলো প্রধানমন্ত্রীর অনুদান। অনুদান প্রদানের সময়  ডা. জুলফিকার আলির সঙ্গে ছিলেন স্বাচিপ নেতা ইকবাল আর্সেলান, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

জুলফিকার আলি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সড়ক দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি যারা অবরোধ-হরতালে দগ্ধ বা আহত হয়েছেন তাদেরকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর আগেও বর্ণ ইউনিটে এসে আহতদের আর্থিক সহায়তা করেছি আমরা।

এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে আহতদের যাবতীয় চিকিৎসার ওষুধ-পত্র হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে বলে তিনি জানান।

বাংলাদেশসময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।