ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাসিক কাউন্সিলরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
রাসিক কাউন্সিলরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ!

রাজশাহী: রাজশাহী নগর ভবনে মেয়রের দফতরের সামনেই এক নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে। যার বিরুদ্ধে অভিযোগ তিনি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল আলম মিলু।



শ্লীলতাহানির শিকার ওই নারী মিলুর বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

নারী অভিযোগ, ১৩ নম্বর ওয়ার্ডের কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) বিষয়ে আলোচনার জন্য ডেকে পাঠান কাউন্সিলর রবিউল আলম মিলু। তিনি নগর ভবনে গেলে একা পেয়ে কাউন্সিলর তার শরীরে হাত দেন এবং অনৈতিক প্রস্তাব দেন। এ নিয়ে তার সঙ্গে কাউন্সিলরের হাতাহাতির ঘটনাও ঘটে। পরে সিটি করপোরেশনের অন্য কাউন্সিলর ও কর্মচারীরা এসে তাকে উদ্ধার করেন।

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, ওই নারীর অভিযোগ পুলিশ পেয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কাজ শুরু হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।