ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

অপুষ্টি নির্মূলে বিশ্ব খাদ্য সংস্থার ১৬০ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
অপুষ্টি নির্মূলে বিশ্ব খাদ্য সংস্থার ১৬০ কোটি টাকা

ঢাকা: বাংলাদেশের খাদ্য নিরাপত্তাহীনতা ও অপুষ্টি নির্মূলের লক্ষ্যে ১৬০ কোটি টাকা আর্থিক সহায়তা দেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

‘অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবেলা’ (এমইউসিএইচ) নামে নতুন প্রকল্পের আওতায় সংস্থাটি এ আর্থিক সহায়তা দিচ্ছে।



বুধবার (১৪ জানুয়ারি) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং এফএও’র  রিপ্রেজেনটেটিভ মাইক রবসন এতে স্বাক্ষর করেন।

প্রকল্পটি পাঁচ বছর মেয়াদে বাস্তবায়িত হবে এবং খাদ্য নিরাপত্তাহীনতা ও দেশের অপুষ্টি নির্মূলে সহায়ক ভূমিকা পালন করবে।

এছাড়া খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নতির জন্য ‘বহুক্ষেত্রবিশেষ’ এবং ‘ক্ষেত্রবিশেষ’ নীতি ও সংযুক্ত বিনিয়োগ অবকাঠামো উন্নয়ন করবে। পাশাপাশি প্রসার ঘটাবে আর্থিক সম্পদ বণ্টন।

দেশের জাতীয় স্বাস্থ্য সম্পদ ও পুষ্টি কাঠামো সংক্রান্ত নীতি কাঠামো, আন্তঃখাত ও খাতভিত্তিক বিনিয়োগ পরিকল্পনা, খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি বিষয়ক কর্মসূচি প্রণয়নের জন্য সরকার ও অংশীদারদের সক্ষমতা বাড়াবে। খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।