ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে অর্ধকোটি টাকার কাপড়সহ ট্রাক ছিনতাই

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রূপগঞ্জে অর্ধকোটি টাকার কাপড়সহ ট্রাক ছিনতাই

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জে রূপগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ৫০ লাখ টাকা মুল্যের কাপড়সহ ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) ভোরের দিকে এ ঘটলেও দুপুরে রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে আহতদের উদ্ধার করা হয়।

পরে তারা রূপগঞ্জ থানায় এসে ঘটনার বর্ণনা দেন।

ছিনতাইকারীদের হামলায় ট্রাকে থাকা চালক হেলপারসহ তিন জন আহত করে। আহতরা হলেন, কাপড়ের দায়িত্বরত কর্মকর্তা মজিবুর রহমান (৩৭), ট্রাক চালক রাসেল মিয়া (৪০) ও হেলপার মহিউদ্দিন মিয়া (২৪)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে বুধবার ভোরে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক থেকে কাপড় ভর্তি ট্রাক ছিনতাই হয়।

কাপড়ের দায়িত্বরত কর্মকর্তা মজিবুর রহমান, ট্রাক চালক রাসেল মিয়া ও হেলপার মহিউদ্দিন মিয়া বাংলানিউজকে জানান, ভোরের দিকে উপজেলার আধুরিয়া এলাকার সানজানা ফেব্রিক্স নামে কারখানা কাপড় ডাইং করার জন্য ট্রাকে করে (ঢাকা-মেট্রো-ট ১১-৪০০৩) সাভারের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামে একটি কারখানায় যাচ্ছিলেন।

এসময় এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের জিন্দা এলাকায় পৌঁছামাত্র একটি প্রাইভেটকার ট্রাকটির গতিরোধ করে। এক পর্যায়ে প্রাইভেটকার থেকে ৩ থেকে ৪ জন লোক এসে নিজেদের জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) লোক পরিচয় দেন।

এসময় তারা ট্রাকটি তল্লাশির নামে তাদের তিনজনকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ ও হাত-পা বেঁধে ফেলে। প্রতিবাদ করায় তাদেরকে পিটিয়ে আহত করা হয়। পরে ছিনতাইকারীরা তাদের অপর একটি প্রাইভেটকারে উঠিয়ে কাপড় বোঝাই ট্রাকটি ছিনিয়ে নেয়।

সকালে ছিনতাইকারীরা রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাদের আত্মচিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন। দুপুর ২টার দিকে রূপগঞ্জে এসে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।  

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) এবি এম মেহেদী মাসুদ বাংলানিউজকে জানান, ছিনতাই হওয়া কাপড়সহ ট্রাকটি উদ্ধার ও ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।