ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে দেড় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রাজশাহীতে দেড় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর চারঘাটের রাওথা এলাকার পদ্মার চর থেকে এক হাজার ৪০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা বারোটার দিকে অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও একটি ডোঙা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মীরগঞ্জ ক্যাম্পের নায়েব সুবেদার মোহাম্মদ আলী।



বিজিবি সূত্রে  জানা গেছে, ভারত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলের চালান বাংলাদেশে পাচারের জন্য পদ্মার চরে অপেক্ষা করছে, এমন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ ক্যাম্পের নায়েব সুবেদার মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি দল দুপুর ১২টার দিকে চারঘাটের রাওথা এলাকার পদ্মার চরে অভিযান পরিচালনা করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।