ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বাড্ডায় ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ প্রতীকী

ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকা থেকে ৪০হাজার পিস ইয়াবাসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাইদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। এ সময় একটি প্রাইভেট কারও আটক করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং-এ বিস্তারিত জানানো হবে জানিয়েছেন এডিসি সাইদুর রহমান।  

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।