ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বাগেরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা

বাগেরহাট: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের রামপাল উপজেলায় সাফারা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী এনামুল শেখ।

ঘটনার পর থেকে এনামুল শেখ পলাতক রয়েছেন।



বুধবার (১৪ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত সাফারা বেগম রামপাল উপজেলা সদরের ঝনঝনিয়া গ্রামের জালাল ফকিরের মেয়ে।

নিহতের ভাই বেল্লাল হোসেন বাংলানিউজকে বলেন, ১৫ বছর আগে সাফারার সঙ্গে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া গ্রামের দিনমজুর এনামুল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাক-বিতণ্ডা হতো।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে সাফারার সঙ্গে এনামুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এনামুল রান্না ঘরে থাকা কাঠ নিয়ে এসে সাফারাকে এলোপাথাড়ি মারধর করে। এসময় সাফারার মাথায় গুরুতর আঘাত লাগলে সে বমি করতে শুরু করে।

খবর পেয়ে আমরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।

রামপাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমারত হোসেন বলেন, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছে।

এসআই জানান, সাফারার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চি‎‎হ্ন পাওয়া গেছে।

নিহতের দুই সন্তান আলী ইমরান ও সুরাইয়া আক্তার জানায়, বাবা তুচ্ছ ঘটনায় প্রায়ই মাকে মারধর করতো।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।