ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সিলেট: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।



জেলা আইনজীবী সমিতির ২ নম্বর বারস হলে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকেল ৪টা পযর্ন্ত বিরতিহীনভাবে চলবে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, নির্বাচনে ২১ পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সভাপতি পদে আছেন বর্তমান সভাপতি এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু ও একে এম শমিউল আলম।

প্রথম সহ-সভাপতি পদে অশেষ কর, ফারুক আহমদ চৌধুরী ও মো. আব্দুস শহীদ, দ্বিতীয় সহ-সভাপতি পদে মো. আব্দুল হাই, মো. জহুরুল ইসলাম ও মুহাম্মদ মুহিউদ্দিন, সাধারণ সম্পাদক পদে অশোক পুরকায়স্থ, আব্দুল হাই কাইয়ূম, সুলতানা রাজিয়া ডলি ও হোসেন আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

এছাড়া যুগ্ম সম্পাদক পদে ও লাইব্রেরি সম্পাদক পদে তিন জন করে, সমাজ বিষয়ক সম্পাদক ও নির্বাচন কর্মকর্তা ও সহ সম্পাদক চার জন এবং সদস্য  পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
সংশ্লিষ্টরা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুযারি) সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য ছিল। কিন্তু প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এদিন সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টায় পর্যন্ত বিরতিহীনভাবে ২নম্বর হলের ২য় তলায় লাইব্রেরি কক্ষে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনে সুষ্টভাবে ভোট গ্রহণ চলছে দাবি করে ভোটার অ্যাডভোকেট মো. তালহা কিবরিয়া ইরম বাংলানিউজকে বলেন, ‘যোগ্য লোক নেতৃত্বে আসুক। এটাই আমরা চাই। ’

সহ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট ইকবাল আহমদ বাংলানিউজকে বলেন, সকাল থেকে সুষ্টভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররাও নির্বিঘ্নে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিবাচনে খুবই সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে।

তিনি বলেন, এখানে রাজনৈতিক দলভিক্তিক কোনো প্যানেল নেই, অতীতেও ছিল না। ফলে ঐতিহ্য অনুযায়ী আমরা আশাবাদী শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচন চলবে।
 
জেলা আইনজীবী সমিতির নির্বাচনী কর্মকর্তা শাহ মোহতাছিনুর রহমান সেলিম বাংলানিউজকে জানান, নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে চলছে। এখানে ১ হাজার ৩শ’ ৬৫ জন ভোটার তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।

তিনি বলেন- সিলেট জেলা বারের নির্বাচনে এযাবত প্যানেলভিত্তিক কোনো নির্বাচন হয়নি। যে কারণে নির্বাচন অতীতেও শান্তিপূর্ণ ছিল। এবারও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ঘন্টা, ১৪৩৪ জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।