ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় রিকশাচালককে ছুরিকাঘাত, যুবলীগ কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বগুড়ায় রিকশাচালককে ছুরিকাঘাত, যুবলীগ কর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া শহরের জিরো পয়েন্ট এলাকায়  দ্রুত সাইড না দেওয়ায় এক রিকশাচালককে ছুরিকাঘাত করেছেন মোটরসাইকেল আরোহী এক যুবলীগ কর্মী।  

এ ঘটনায় একটি ছোড়াসহ ওই যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।



বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ওই এলাকার সপ্তপদী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত রিকশাচালক হলেন- ধুনট উপজেলার নিমগাছী এলাকার আফজাল সরকারের ছেলে আলমগীর সরকার (২৮)।

অন্যদিকে এ ঘটনায় আটক শাহী (২০) শহরের চকলোকমান এলাকার বাসিন্দা হেফজুল বারীর ছেলে।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সাতমাথা সপ্তপদী মার্কেটের সামনে একটি রিকশাকে সাইড দেওয়ার জন্য হর্ণ দেন মোটরসাইকেল আরোহী শাহী।

দ্রুত সাইড না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শাহী রিকশাচালক আলমগীরকে মারধর করেন। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

খবর পেয়ে ধাওয়া দিয়ে শহরের সাতমাথায় অবস্থিত জেলা জাসদ কার্যালয়ের সামনে থেকে ছোড়াসহ শাহীকে আটক করা হয় বলে জানান তিনি।

গাজিউর রহমান বলেন, আহত রিকশাচালক আলমগীরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, আটক হওয়া শাহী যুবলীগের সক্রিয় কর্মী।

এ ঘটনায় তার বিরুদ্ধে মামালার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাংলাদেশেসময়: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।