ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

অনুমতি ছাড়া সিনেমা দেখালে লাইসেন্স বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
অনুমতি ছাড়া সিনেমা দেখালে লাইসেন্স বাতিল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: অনুমতি ছাড়া সিনেমা দেখালে কেবল অপারেটরদের লাইসেন্স বাতিল এবং ভিডিও পাইরেসি করলে আইনি ব্যবস্থা নেবে সরকার।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে চলচ্চিত্র পাইরেসি বন্ধ সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



বৈঠকের পর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সিনেমা দেখালে কেবল অপারেটরদের লাইসেন্স বাতিল করা হবে। অনুমতি ছাড়া সিনেমা প্রদর্শন ও ভিডিও পাইরেসি বন্ধে আইনি ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে বলেও মন্ত্রী জানান।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।