ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্র চালাতে আইন-বিচার ও শাসন বিভাগের সমন্বয় দরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
রাষ্ট্র চালাতে আইন-বিচার ও শাসন বিভাগের সমন্বয় দরকার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন

ঢাকা: একটি রাষ্ট্র চালানোর জন্য আইন, বিচার ও শাসন বিভাগের মধ্যে সমন্বয় থাকা দরকার বলে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেলের দফতর আয়োজিত বিদায় অনুষ্ঠানে বিদায়ী ভাষণে তিনি এ সব কথা বলেন।



মোজাম্মেল হোসেন বলেন, আইন, বিচার ও শাসন বিভাগের মধ্যে সমন্বয় না থাকলে রাষ্ট্র সার্থকভাবে চলতে পারে না। এসব বিভাগের মধ্যে কোনো একটি অপরটির ওপর হস্তক্ষেপ করতেও পারে না।
 
এ সময় তিনি সুপ্রিম কোর্টে আলাদা সচিবালয় গঠনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি দ্রুত এই আলাদা সচিবালয় হবে বলেও আশা প্রকাশ করেন।
 
অনুষ্ঠানে বিদায়ী প্রধান বিচারপতির উদ্দেশে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন,  আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও সংবিধান সমুন্নত রাখতে আপনি নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন। যুগান্তকারী কিছু রায় দেওয়ার মাধ্যমে নিজেকে চিরস্মরণীয় করে রেখেছেন।

অ্যাটর্নি জেনারেল আরো বলেন, একজন আইনজীবী ও একজন বিচারপতির মধ্যে তফাৎ হলো- একজন বিচারপতি বেঁচে থাকেন তার দেওয়া রায়ের মাধ্যমে। তিনি তার কাজের মাধ্যমে ইতিহাসের অংশ হয়ে যান। একজন বিচারপতি হিসেবে আপনার অবদান আমাদের মনে থাকবে।
 
এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবীদের পক্ষে সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার বক্তব্য রাখেন।
 
বিদায়ী অনুষ্ঠানে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও ট্রাইব্যুনালের একাধিক বিচারক উপস্থিত ছিলেন।
 
চিরাচরিত নিয়মে বিদায়ী প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলেও বিভিন্ন অভিযোগে এনে মোজাম্মেল হোসেনকে সংবর্ধনা দেয়নি।
 
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্ট বারে নির্বাচিতদের অধিকাংশ হলেন বিএনপিপন্থী আইনজীবী। তারা রাজনৈতিক ব্যক্তিদের খুশি করতে এই আচরণ করেছে।  
 
বিচার কাজে বিচারপতি মোজাম্মেল হোসেন সবার সঙ্গে সমান আচরণ করেছেন বলেও জানান মাহবুবে আলম।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।