ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

রিয়াজের গুলির ঘটনা খতিয়ে দেখবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
রিয়াজের গুলির ঘটনা খতিয়ে দেখবে সরকার

ঢাকা: সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলির ঘটনা সরকার খতিয়ে দেখবে বলে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূতকে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রমাণিক।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রমাণিকের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন সাক্ষাৎ করতে এলে মন্ত্রী একথা জানান।



সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইমাজউদ্দিন বলেন, রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি। ইইউ রাষ্ট্রদূত সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের দ‍ুর্ঘটনার বিষয়ে কথা বলেছেন।

রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করেছেন কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, না উদ্বেগ নয়, তিনি বলেছেন, এসব কাম্য নয়।

মন্ত্রী বলেন, রিয়াজ রহমানের ঘটনায় আমি বলেছি, এটা দুঃখজনক। এর মধ্যে অন্যরকম ‘চাল’ আছে কি-না তা সরকার খতিয়ে দেখবে।

রপ্তানি পণ্যের মূল্য বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশে শ্রমমূল্য বেড়ে গেছে, এজন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে রপ্তানি মূল্য বাড়ানো ও সহজভাবে পণ্য যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রপ্তানি পণ্যে মূল্য বাড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন।

মন্ত্রী আরও জানান, বাংলাদেশের টেক্সটাইল শিক্ষায় সহযোগিতার জন্য রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন।

বিএনপি জোটের চলমান অবরোধের মধ্যে গত মঙ্গলবার (১৩ তারিখ) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে আসার সময় রিয়াজ রহমানকে গুলি ও তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।