ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে দুই মাদক ব্যবসায়ী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
লক্ষ্মীপুরে দুই মাদক ব্যবসায়ী কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আটক দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।

এরা হলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামের দুলাল চন্দ্র কর্মকারের ছেলে জয় চৌধুরী ও কুমিল্লার মুরাদ নগরের বাসিন্দা বাদল কর্মকারের ছেলে সুকেন কর্মকার।



বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের নুর শপিং কমপ্লেক্স থেকে তাদের গ্রেফতার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।