ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৮০ ‍লাখ ভারতীয় রুপিসহ পাকিস্তানি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
শাহজালালে ৮০ ‍লাখ ভারতীয় রুপিসহ পাকিস্তানি আটক ছবি : প্রতীকী

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮০ ‍লাখ ভারতীয় রুপিসহ মোহাম্মদ ইমরান নামে এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে আটক করা হয়।



কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর৬৩২) সন্ধ্যায় ইমরান বিমানবন্দরে অবতরণ করেন। এরপর গ্রিন চ্যানেল অতিক্রমকালে ট্রলি স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার ইসরাত জাহান রুমা ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মাহবুবে খুদার নেতৃত্বে তার ওই ট্রলি থেকে পাঁচশ’ এবং এক হাজার নোটে প্রায় ৮০ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

আটক ইমরানকে এখন কাস্টমস হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান কাজী জিয়া।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।