ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় লঞ্চে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
মেঘনায় লঞ্চে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ ২ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সীমান্তে মেঘনা নদীর মোহনায় একটি পিকনিক লঞ্চে (কর্ণফুলী-৩) দুর্বৃত্তদের গুলিতে গণপূর্ত বিভাগের দুই ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।



গুলিবিদ্ধরা হলেন, বাংলাদেশ ঠিকাদার সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল মুকিত হাওলাদার হৃদয় (৫২) ও সদস্য জাহিদুল ইসলাম (৫০)। ত‍াদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার পরপরই মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একাধিক টিম মেঘনা নদী এলাকার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

তবে ঘটনাস্থল মুন্সীগঞ্জের সীমান্ত ঘেষাঁ চাদঁপুরের মতলব থানায় হওয়ায় সংশ্লিষ্ট থানা পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়েছে।

ওই পিকনিক লঞ্চের একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ঢাকার সদরঘাট লঞ্চঘাট থেকে কর্ণফুলী-৩ লঞ্চে প্রায় ৫ শতাধিক লোক নিয়ে চাদঁপুর পিকনিকে যাওয়ার পথে মেঘনা নদীর মোহনায় ইঞ্জিনচালিত ট্রলার থেকে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে গণপূর্ত বিভাগের দুই ঠিকাদার পায়ে গুলিবিদ্ধ হয়ে জখম হন।

এ ঘটনায় লঞ্চযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে লঞ্চটি চাদঁপুরে না গিয়ে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ফিরে আসে।

এরপর গুলিবিদ্ধ দুই ঠিকাদারকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠনো হয়।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সৈকত হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকিরসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গেছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।