ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দ হালদারের মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
গোবিন্দ হালদারের মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক গোবিন্দ হালদার, ড. শিরীন শারমিন চৌধুরী ও মো. ফজলে রাব্বী মিয়া

ঢাকা: স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের সর্বজন প্রশংসিত গীতিকার-সুরকার গোবিন্দ হালদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পাশাপাশি শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।


 
শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো পৃথক শোকবাণীতে স্পিকার ও ডেপুটি স্পিকার এ শোক প্রকাশ করেন।
 
শোকবাণীতে স্পিকার বলেন, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ দেশাত্মবোধক গানটি গোবিন্দ হালদারের এক অনন্য সৃষ্টি।   বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গানটি ছিল বাঙালির প্রাণের স্পন্দন। এ গানের মাধ্যমে বাঙালি জাতি আজও দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়।

গানটির মাধ্যমে বাঙালি জাতির হৃদয়ে তিনি এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত হয়েছেন। তার মৃত্যু সঙ্গীতাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
 
শোকবাণীতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্পিকার।
 
শোক জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, অমর গীতিকার ও সুরকার গোবিন্দ হালদার বাঙালি জাতির হৃদয়ে প্রাণের স্পন্দন। তিনি তার অসাধারণ সৃষ্টি দিয়ে স্বাধীনতা সংগ্রামে বাঙালি জাতিকে দেশের জন্য সংগ্রাম করতে উজ্জীবিত করেছিলেন। তার মহাপ্রয়াণে বাঙালি জাতি ব্যথিত।
 
এছাড়া শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ।
 
শনিবার (১৭ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে কলকাতার মানিকতলা জেএম রায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোবিন্দ হালদার। দীর্ঘদিন ধরে কিডনি অসুস্থতায় ভুগছিলেন তিনি।  
 
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।