ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় ছিনতাই হওয়া প্রাইভেটকার টাঙ্গাইলে উদ্ধার, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
ভালুকায় ছিনতাই হওয়া প্রাইভেটকার টাঙ্গাইলে উদ্ধার, আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলা বাসস্ট্যান্ড থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৫-৭১৯৬) টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনার সঙ্গে জড়িত ৩ যুবককেও আটক করেছে তারা।



শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে ওই তিন ছিনতাইকারী যুবককে আটকের পর শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে স্থানীয় সাংবাদিকদের সামনে প্রাইভেটকারসহ হাজির করা হয়।

ওই তিন ছিনতাইকারী যুবককে টাঙ্গাইলের গোপালপুর এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে আটক করা হয়। তারা হলেন, সোহেল ইসলাম তালুকদার (২৮), গোলাম রব্বানী ওরফে মিশু (২২) ও আসিফ মাহমুদ ওরফে শাওনকে (২৪)।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, গত বছরের (২০১৪ সাল) ২৮ ডিসেম্বর ভালুকা থানার বাসস্ট্যান্ড এলাকা থেকে সোহেল ইসলাম তালুকদার নামে এক যুবক ভাড়ার কথা বলে প্রাইভেটকার মালিক ও চালক মো. হেলালকে স্থানীয় ত্রিশাল উপজেলায় নিয়ে এসে। এরপর সেখানে একটি ঘরে মুখ বেঁধে প্রাইভেটকার ছিনতাই করে পালিয়ে যায়।  

পরবর্তীতে এ ঘটনায় গাড়ির মালিক হেলাল বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন।

শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের নেতৃত্বে টাঙ্গাইলের গোপালপুর থানা থেকে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ ৩ ছিনতাইকারীকে আটক করা হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।