বেনাপোল (যশোর): যশোরের শার্শায় এক মাস বয়সের এক শিশু চুরি হওয়ার ছয় ঘণ্টা পর উদ্ধার হয়েছে। এ সময় চুরির অভিযোগে মাকসুদা (৪০) নামে এক নারীকে আটক করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার মাহামুদপুর থেকে শিশুটি উদ্ধার হয়। এর আগে, ভোর ৪টার দিকে উপজেলার গোপিনাথপুর গ্রাম থেকে শিশুটি চুরি হয়েছিল।
শার্শার ডিহী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, গপিনাথপুর গ্রামে জিয়ারুলের বাড়িতে মাঝে-মধ্যে বেড়াতে আসেন মুন্সিগঞ্জের মাকসুদা। শুক্রবার তিনি ওই বাড়িতে আসেন এবং রাতে বাড়ির একটি কক্ষে ঘুমান।
রাতে বাচ্ছাকে নিয়ে ঘুমিয়ে যান জিয়ারুল ও তার স্ত্রী সাথী। সকালে ঘুম থেকে উঠে দেখেন- পাশে তার বাচ্ছা নেই এবং ওই নারীকেও দেখা যাচ্ছে না। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়।
এদিকে, শিশুটিকে নিয়ে পালিয়ে যাওয়ার পথে শার্শা উপজেলার পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার মাহামুদপুর গ্রামের কিছু লোকের সন্দেহ হয়। এ সময় ওই নারীর কোলে কাঁদতে দেখে শিশুটির পরিচয় জানতে চান তারা। এক পর্যায়ে শিশুটিকে চুরির কথা স্বীকার করেন তিনি।
পরে, বাচ্ছাসহ তাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। শিশুটিকে তার মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে। চুরির দায়ে অভিযুক্ত মাকসুদাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫