মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ সোহান হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে ট্রাকে ঢাকা যাওয়ার উদ্দেশে বস্তাভর্তি ফেনসিডিল নিয়ে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষা করতে ছিল সোহান।
এ সময় তার চলাফেরা সন্দেহজনক হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তার কাছে থাকা বস্তা থেকে ওই ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক সোহানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫