নারায়ণগঞ্জ: ধলেশ্বরী নদীতে তিনটি লঞ্চ থেকে ৭০ মণ বিক্রি নিষিদ্ধ জাটকা মাছ উদ্ধার করেছে নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশন। এর মূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে এসব জাটকা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান বাংলানিউজকে জানান, তাদের একটি টিম শনিবার ভোরে ধলেশ্বরী নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় ঢাকামুখী ‘এম ভি টিপু-৫’ ‘এম ভি দীঘলদী’ ও ‘কর্ণফুলী-৪’ নামের তিনটি লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় ৭০ মণ অবৈধ জাটকা আটক করে। পরে এগুলো নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫