রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে জাতীয় বই সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোফরান হালিম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন নাহার, দুর্গাপুর পৌর সভার মেয়র তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ফিরোজ প্রমুখ।
এর আগে বই সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বাংলাদেশ সময় : ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫