ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মারা গেল অবরোধকারীদের মারধরে আহত রকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
মারা গেল অবরোধকারীদের মারধরে আহত রকি রাজন আলী রকি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখটোলা এলাকায় অবরোধকারীদের হামলা ও মারধরে গুরুতর আহত রাজন আলী রকির (১৫) মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২টার দিকে  নবম শ্রেণি পড়ুয়া রকির মৃত্যু হয়।



শনিবার ময়নাতদন্ত শেষে রকির মরদেহ বাড়িতে আনা হলে শুরু হয় শোকের মাতম। বিকেল সাড়ে ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


এর আগে গত ১৫ জানুয়ারি বেলা ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অবরোধকারী পিকেটাররা তাকে বেদম মারধর করে।

রকি শিবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শেখটোলা গ্রামের রুহুল আমীন রুনুর ছেলে। সে স্থানীয় উজিরপুর বাবুপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি বেলা ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অবরোধকারী পিকেটাররা রকিকে টেনে পাশের একটি আমবাগানে নিয়ে বেদম মারধর করে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২টার দিকে রকির মৃত্যু হয়।


রকির বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমীন রুনু এ ঘটনায় জামায়াত-শিবির কর্মীদের দায়ী করেছেন।

তবে শিবগঞ্জ পৌর জামায়াতের আমির গোলাম আজম অভিযোগ অস্বীকার ও এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ব্যক্তিগত দ্বন্দের জেরেই খুন হয় রকি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বাংলানিউজকে জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই। যদি মামলা হয় তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।