ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে ৬ গরুচোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
শ্রীপুরে ৬ গরুচোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে গরুচুরি করে ট্রাকে ওঠানোর সময় ছয় গরুচোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটকরা হলো- উপজেলার শৈলাট নয়াপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাহ্ আলম (৪০), পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া তালচালা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে খোরশেদ আলম (২৬), ময়মনসিংহের ভালুকা উপজেলার পনাশাইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে জামাল উদ্দিন (৩০), মল্লিকবাড়ী বরতা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৩২), পালগাঁও গ্রামের খলিল উদ্দিনের ছেলে মাজু মিয়া (৩২) এবং জামালপুর সদর উপজেলার রানারামপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সুজন মিয়া (২৮)।



রোববার (১৮ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভূতুলিয়া গ্রামের নব্বেছ আলীর বাড়িতে চুরির এ ঘটনা ঘটে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে চোরদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

গৃহকর্তা নব্বেছ আলী জানান, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আনুমানিক রাত ৩টার দিকে মসজিদের উদ্দেশ্যে রওনা হই। এসময় বাড়ির গোয়ালঘরে দিকে টর্চলাইট তাক করলে তালা ভাঙা দেখতে পাই। পরে ছেলেদের ঘুম থেকে ডেকে ওঠাই। এ সময় তারা বাড়ির পাশের সড়কে ট্রাকে গরু ওঠানোর সময় দুই চোরকে ধরে চিৎকার শুরু করে। পরে এলাকাবাসী ধাওয়া করে আরো চার চোরকে আটক করে গণপিটুনি দেয়।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, আটক গরুচোরদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদ‍ালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।