হবিগঞ্জ: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জি কে গউসের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মাহবুব-উল-ইসলামের আদালতে জি কে গউসের পক্ষে তার আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জামিন আবেদন করেন।
শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক।
এর আগে জি কে গউস ২৮ ডিসেম্বর হবিগেঞ্জর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। ওই দিন আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার এলাকায় জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫