ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘জঙ্গি আক্রমণের পরিকল্পনা ছিল তাদের’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
‘জঙ্গি আক্রমণের পরিকল্পনা ছিল তাদের’ ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃত ৪ জন দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর আক্রমণ করার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিবি) উত্তরের উপ-কমিশনার নাজমুল আলম।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।



রোববার (১৮ জানুয়ারি) গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয় ওই চারজনকে। ডিবি পুলিশের (উত্তর) হাতে গ্রেফতারকৃতরা হচ্ছেন- গ্রেফতারকৃতরা হলেন, সাখাওয়াতুল কবির ওরফে কবির, আনোয়ার হোসেন, রবিউল ইসলাম এবং নজরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা নিজেদেরকে আইএস জঙ্গি ও একজন নিজেকে আইএস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিবি) উত্তরের উপ-কমিশনার শেখ নাজমুল আলম, ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মাসুদুর রহমান, গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহফুজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে নাজমুল আলম বলেন, গ্রেফতার হওয়া সাখাওয়াতুল কবির আইএস’র  কাছ থেকে অর্থ নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ওপর হামলা করার পরিকল্পনা করছিলেন। একই সঙ্গে বাংলাদেশে আইএস’র সদস্য সংগ্রহের কাজও করছিলেন তিনি।

গ্রেফতারকৃত নজরুল ইসলাম আইএস থেকে ফান্ড সংগ্রহ করতেন। পাশাপাশি আইএস সদস্যদের আশ্রয়দাতার কাজ করছিলেন।

এর আগে তারা জেএমবি’র সক্রিয় সদস্য ছিলেন।

তিনি জানান, সাখাওয়াতুল কবিরের ভায়রা শামিম আহমেদ ও  আনোয়ার হোসেনের ভগ্নিপতি সায়েম। সায়েম পাকিস্তানে আইএসবিরোধী অভিযানে মারা যান।

গ্রেফতারকৃত জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমানের মেয়ে জামাই পাকিস্তানে পলাতক এজাজ আহমেদের নেতৃত্বে আইএস সংগঠিত হচ্ছিলো। একই সঙ্গে নাশকতা চালানোর পরিকল্পনা করছিল।

গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।