নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে জাহেদুল ইসলাম (৫৫) ও জাহাঙ্গীর ইসলাম (৩৫) নামে দুই সহোদর নিহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডোমার ইউনিয়নের দক্ষিণ চিকনমাটি খামাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণ চিকনমাটি খামাতপাড়া গ্রামের মৃত জামিয়ার রহমানের প্রথম স্ত্রীর সন্তান জাহেদুল ইসলাম ও জাহাঙ্গীর ইসলাম।
স্থানীয়রা জানায়, দক্ষিণ চিকনমাটি গ্রামের মৃত জামিয়ার রহমানের প্রথম স্ত্রীর ঘরে জাহেদুল ইসলাম ও জাহাঙ্গীর ইসলামসহ ৫ সন্তান ও দ্বিতীয় স্ত্রীর ঘরে আনোয়ারুল ইসলামসহ ২ সন্তান রয়েছে।
৪ বছর আগে প্রথম স্ত্রীর সন্তান জাহাঙ্গীর ইসলাম সৎ ভাই আনোয়ারুলের কাছ থেকে সাড়ে ১৬ শতাংশ জমি ৬০ হাজার টাকায় বন্ধক নেন।
সোমবার সকালে বিরোধপূর্ণ ওই সাড়ে ১৬ শতাংশ জমিতে জাহাঙ্গীর ইসলাম বোরো ধানের চারা রোপণ করতে যান। সাড়ে ১১টার দিকে তার সৎ ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য আনোয়ারুল ইসালাম ও তার লোকজন এতে বাধা দেয়।
এ নিয়ে দুই ভাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে জাহাঙ্গীর ইসলাম ও তার আপন বড় ভাই জাহেদুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। আহত হন উভয় পক্ষের প্রায় ১০ জন। তাদের বোড়াগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, ঘটনার পরপরই আনোয়ারুল ও তার লোকজন পালিয়ে যায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫/আপডেট: ১৫৩৯ ঘণ্টা