ঢাকা: বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট শামীম খান দুর্বৃত্তের ছুড়ে মারা পাথরে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। রাজধানীর মগবাজার রেল গেট এলাকায় সোমবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শামীম খানকে দ্রুত বাংলাদেশ সচিবালয়ের ক্লিনিকে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রেখেছেন। ট্রেনের ছাদ থেকে হঠাৎ ছুড়ে মারা পাথরটি শামীম খানের কপালের ওপরে ডানদিকে আঘাত করে। এতে তার কপালের ওই অংশ ফুলে যায় যাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে।
বাংলানিউজের অপর স্পেশাল করেসপন্ডেন্ট এসএম আব্বাসের সঙ্গেই মোটরবাইকে সচিবালয়ে খবর সংগ্রহে যাচ্ছিলেন শামীম খান। এসএম আব্বাসের গায়েও পাথর লাগে তবে তা গুরুতর ছিলো না।
শামীম খান জানান, দুর্বৃত্তরা পরপর কয়েকটি পাথর ছুড়ে মারে, এর একটি তার মাথায় লাগে, অপরগুলো আঘাত করে পাশেই দাঁড়িয়ে থাকা একটি বাসে। এসময় রেলগেটে সিগনালে দাঁড়িয়ে ছিলেন তারা।
সচিবালয় ক্লিনিকের চিকিৎসক শামীম খানকে পর্যবেক্ষণে রেখেছেন, রিপোর্ট দেখে প্রয়োজন হলে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময় ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫