ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
নেত্রকোনায় হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

নেত্রকোনা: নেত্রকোনায় রেজিয়া খাতুন নামে এক নারীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।



দণ্ডপ্রাপ্ত আসামি সামসুল আলম ওরফে সামছুদ্দিন জেলার দুর্গাপুর উপজেলার বগজুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

একই রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি বিল্লাল ও জামাল মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল আলম প্রদীপ জানান, জেলার দুর্গাপুর উপজেলার মধুয়াকোনা গ্রামের আবদুল মান্নাছের মেয়ে রেজিয়া খাতুনের সঙ্গে আসামিদের ঘনিষ্ট সম্পর্ক ছিল। একসময় তাদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ১৯৯৭ সালের ১৪ এপ্রিল আসামিরা তাকে হত্যা করে কিতাব আলীর পরিত্যক্ত কাচারি ঘরে ফেলে রাখে।

ঘটনার পরদিন ঘর ঝাড়ু দিতে গিয়ে কিতাব আলীর মা রেজিয়া খাতুনের মৃতদেহ দেখতে পান। পরে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বাদী হয়ে ১৯৯৮ সালে ২৭ জুন থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৩ সালের ২৭ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেন।

মামলার আসামিপক্ষে আইনজীবী ছিলেন নাসির উদ্দিন মাহবুবু।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।