মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের কুলাউড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৪২) এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসট্যান্ড এলাকায় রাস্তার পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তার পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
ওসি আরো জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫